Crime News tv 24
ঢাকাবুধবার , ৩০ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে শিশু হৃত্তিকা ধর্ষণ ও হত্যার দায়ে চাচাতো ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

Link Copied!

নড়াইলে চার বছর বয়সী শিশু হৃত্তিকা বৈরাগীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে তার চাচাতো ভাই হৃদয় বৈরাগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক।

দণ্ডপ্রাপ্ত হৃদয় বৈরাগী (২২) সদর উপজেলার বীরগ্রামের বাসিন্দা ও দিলীপ বৈরাগীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৮ ডিসেম্বর দুপুরে শিশু হৃত্তিকা প্রতিদিনের মতো খেলতে যায় তার কাকা দিলীপ বৈরাগীর বাড়িতে। সন্ধ্যার পরেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন দুপুরে বাড়ির পাশের একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

তদন্তে উঠে আসে, হৃদয় বৈরাগী ঘরে খেলতে থাকা অবস্থায় শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে এবং রাতের অন্ধকারে লাশ বাড়ির পাশের পুকুরপাড়ে ফেলে রেখে পালিয়ে যায়।

পরদিন, ৩০ ডিসেম্বর, নিহত শিশুর বাবা দশরথ বৈরাগী বাদী হয়ে নড়াইল সদর থানায় হৃদয় বৈরাগীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।