Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ১১ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

চিরিবন্দরে এলাকায় বিয়ের ৩ দিন পর গৃহবধূকে হত্যা

দিনাজপুর প্রতিনিধি
মার্চ ১১, ২০২৫ ১২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর চিরিরবন্দরে নববধূকে তানিয়া আক্তারকে (১৮) গলাটিপে হত্যা করেছে স্বামী আব্দুর রহিম (২২)। এ ঘটনায় ঘাতককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) দুপুরে দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রবিবার (৯ মার্চ) রাত ৩টার দিকে উপজেলার পুনট্টি ইউনিয়নের দক্ষিণ হযরতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘাতক আব্দুর রহিম এই গ্রামের আজাহার আলীর ছেলে। তানিয়া আক্তার পার্বতীপুর উপজেলার কুড়িয়াইল গ্রামের আবু তালেবের মেয়ে।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, গত বৃহস্পতিবার রাতে দুই পরিবারের আলোচনার মাধ্যমে তানিয়ার সঙ্গে আব্দুর রহিমের বিয়ে হয়। বিয়ের পর নতুন স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসেন তিনি। পরে রবিবার রাতে তাকে হত্যা করা হয়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওদুদ জানান, নববধূর পরিবার খবরে পুলিশ গিয়ে ঘাতকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের কারণে এই হত্যকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। নিহতের পরিবার হত্যা মামলা করেছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, আব্দুর রহিম গলাটিপে তার স্ত্রী তানিয়াকে হত্যা করে বলে স্বীকার করেছেন। নববধূর অন্যত্র প্রেমের সম্পর্ক থাকতে পারে এমন সন্দেহে রাতে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও মনোমালিন্য হয়। একপর্যায়ে তার বুকের উপর উঠে শ্বাসরোধ করে হত্যা করে আব্দুর রহিম।