খুলনায় মায়ের পরকীয়ায় বলি হল মঞ্জুরিন নামের দুই বছর বয়সী এক শিশু কন্যা চিকিৎসার নামে অপচিকিৎসা সহ শ্বাসরোধ করে হত্যা অভিযোগ উঠেছে আপন মা ও নানীর বিরুদ্ধে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামে। নিজের সন্তান হত্যার অভিযোগ ওঠা মা রিদিতা বেগম আরশনগর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে।
অভিযোগ উঠেছে ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের মিহিন হালদারের সাথে কয়েক বছর আগে একই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে হৃদিতা খাতুনের বিয়ে হয়।
তাদের ঘরে জন্ম নেন মন্জুরিন নামের দুই বছর বয়সী শিশু কন্যা। এরই মধ্যে মিহিন হালদারের স্ত্রী রিদিতা খাতুন বাগেরহাট প্যারামেডিকেল কলেজে হিসেবে সেখানে যাতায়াত করার কালীন, পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। এক পর্যায় রিদিতা খাতুন তার স্বামীকে ডিভোর্স দিয়ে দেয়।
বেশ কিছুদিন যাবত দুই বছর বয়সী মেয়ে মঞ্জুরিন কে নিয়ে মায়ের সংসারে থেকে বাগেরহাটে লেখাপড়া করছিলেন রিদিতা খাতুন। কয়েকদিন আগে রিদিতা খাতুনের পরকীয়া প্রেমিকের সাথে ঘর বাধার স্বপ্ন শুরু হয়। বিষয়টি রিদিতা ও তার মা শামীমা খাতুন মিলে দুই বছর বয়সে মঞ্জুরিন কে সরিয়ে দিতে নানা পরিকল্পনা গ্রহণ করে। এরই মধ্যে গত দুইদিন আগে শিশু কন্যা মঞ্জুরিন অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার নামে অপচিকিৎসা শুরু করেন মা ও নানী মিলে।
একপর অসুস্থ হয়ে পড়ে। প্রতিবেশীদের অভিযোগ মঙ্গলবার দুপুরে শিশু মঞ্জুরিনকে রিদিতা খাতুন ও ও তার মা শামীমা বেগম শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করে। অসুস্থ হয়ে মারা গেছে বলে প্রচার দেয়। বিষয়টি জানাজানি হলে অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতালে নিয়ে যায় অনেকে মিলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুমুরিয়া থানা পুলিশ শিশু মঞ্জুরিন অসুস্থ হয়ে মারা গেছেন না শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে সে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
শিশুটির বাবা মিহিন হালদার তার মেহের হত্যা বিচার দাবি করেছেন।