রবিবার (৯ই মার্চ ২০২৫) সন্ধ্যায় হাউজিং সোসাইটির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটিকে হারবাইদ খ্রীষ্টান কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ শুভেচ্ছা জানানোর জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ সময়ে সেক্রেটারি মি. পেপিলন এইচ পিউরীফিকেশন, পরিচালক-অর্থ ও প্রশাসন মি. জেমস ডি. রোজারিও সহ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থেকে শুভেচ্ছা গ্রহণ করেন। হারবাইদ ক্রেডিটের চেয়ারম্যান মি. তাপস এস কস্তার নেতৃত্বে ক্রেডিটের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।