মেহেরপুরের মুজিবনগরে কেদারগঞ্জ বাজার সংলগ্ন মায়ের দোয়া হোটেলের সামনে রাজনৈতিক কথা কাটাকাটিকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের মারামারির ঘটনা ঘটেছে,
রবিবার ২ মার্চ-২০২৫ সন্ধ্যায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আমিরুল ইসলামের কয়েক জন কর্মী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের কয়েকজন কর্মী মায়ের দোয়া হোটেলের সামনে রাজনৈতিক কথা কাটাকাটির মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যেটি পরে রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়, সংঘর্ষে আমিরুল গ্রুপের
মোঃ জসিম (৪০) পিতা হাসমত খাঁ, এর মাথায় আঘাতে গুরুতর আহত হয়, শেরেগুল (৪২) পিতা আরোজ আলী, জাহান আলী (৪৩) পিতা মতেহার
রশিদ (৩৮) পিতা আসমত সর্বসাং রতনপুর, আহত হয়, একই সাথে মাসুদ অরুন গ্রুপের আশিকসহ দুইজন আহত হয়, উভয়পক্ষকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন, আমিরুল গ্রুপের আহতদের পরিবারের বক্তব্য অনুযায়ী জানা যায়, রাজনৈতিক কথা কাটাকাটির এক পর্যায়ে মাসুদ অরুন গ্রুপের মোঃ ইয়াসিন (৪০) পিতাঃ ইব্রা খা, বোরহান( ৪২) পিতা ইব্রা খাঁ, সাগর (২২) পিতা ইয়াসিন, আশিক (৩০ ), দিদার (৩৫), রুবেল উভয় পিতাঃ মনির খা,ছগির পিতা রাজিবুল,কাঠের বাটাম, বাঁশের লাঠি নিয়ে কিল ঘুষি সহ এলোপাথাড়ি মারধর করে শরীরের বিভিন্ন অঙ্গে জখম সহ আহত করে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।