Crime News tv 24
ঢাকাসোমবার , ৩ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মেহেন্দিগঞ্জে চাচাতো ভাইদের হামলায় দুই বোন হাসপাতালে ভর্তি।

নিজস্ব প্রতিবেদকঃ
মার্চ ৩, ২০২৫ ৪:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

মেহেন্দিগঞ্জ থানাধীন বদরপুর গ্রামের চাচাতো বোনদের দখলকৃত দোকান জোরপূর্বক দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে দুই বোনকে পিটিয়ে গুরুতর জখম করেছে চাচতো ভাইরা।গত শুক্রবার  সন্ধ্যা সাতটায় হামলার ঘটনা ঘটে।এতে নুরুন্নাহার (৪৬) ও নাজমা বেগম (৩৮) নামের দুই বোন গুরুতর আহত হয়।আহত্বরা মেহেন্দিগঞ্জের বদরপুর এলাকার বন্দরের মৃত শাহ আলম তালুকদারের মেয়ে। বর্তমানে আহতরা বরিশাল শের ই বাংলা মেডিকেল  কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসা দিন রয়েছে।

আহত সুত্রে জানা গেছে,আহতদের বাবা শাহ আলম তালুকদার তার মৃত্যুর আগে চার বোন নুরুন্নাহার, নাজমা, নুরজাহান, খাদিজা ও তাদের মা হাফেজা বেগমের  নামে বন্দরের দোকান সহ বেশ কিছু জমি লিখে দিয়ে যায়।এছাড়া বাবার সকল সম্পত্তি চাচাতো ভাইরা ভোগ দখল  করে আসছে।তার বাবা জীবিত থাকা অবস্থা থেকে প্রায় ৫০ বছর যাবত ওই বন্দরের  জমি ভোগ দখল করে আসছে বাবা শাহ আলম তালুকদার।

তার মৃত্যুর পর তার মেয়েরা ও স্ত্রী ওই বন্দরের দোকানের জন্য ভোগ দখল করছে।হঠাৎ করে ওই জমির ভ্যালু বেশি হবার কারণে প্রতিপক্ষ চাচতো ভাইদের নজর পড়ে ওই জমিতে।বিভিন্ন সময় চাচতো ভাই সাইদুল আলম মিরাজ তালুকদার মাহবুব তালুকদার গংরা ওই জমি দখলের জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করে।এ নিয়ে সাত ধরার মামলা হলে প্রতিপক্ষরা আদালতে মুছলেখা দিয়ে আসে।এরপরে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে সেই দোকান দখল করতে গেলে আহতরা সেনাবাহিনীর কাছে স্বরাপণ্য হলে সেনাবাহিনী কাগজ থেকে তাদের পক্ষেই মতামত দেয়।গত শুক্রবার সন্ধ্যায় নুরুন্নাহার ও তার ছোট বোন নাজমা তাদের বাবার ওই দোকানে বসে ব্যবসার জন্য মালামাল এনে তা ঘুচাতে লাগেলে প্রতিপক্ষ সাইদুল আলম মিরাজ, ইয়াসিন তালুকদার, নুর আলম, আখতার হোসেন, বাবুল মাঝি সহ অজ্ঞাত চার পাঁচ জন দোকানের ভিতরে প্রবেশ করে লোহার রড দিয়ে নুরুন্নাহার ও নাজমাকে এলোপাতারি পিটিয়ে গুরুতর জখম করে।

বর্তমানে আহতরা শেবাচিমের মহিলা সার্জারি ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলাদারের প্রস্তুত চলছে।