এতদ্বারা ভাদুন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সম্মানিত সকল সদস্য-সদস্যা ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১১ ই এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ, শুক্রবার, সমিতির কার্যালয় প্রাঙ্গণে সকাল ১০:০০ ঘটিকা হতে বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে বিশেষ সাধারণ সভায় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন পরিচালনার জন্য জেলা সমবায় অফিসার, গাজীপুর মহোদয়ের আদেশ নং-৭৫ তাং ০৩/০২/২০২৫ খ্রিঃ মূলে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। নিয়োগকৃত নির্বাচন কমিটির সিদ্ধান্ত মোতাবেক সমবায় সমিতি আইন ও সমবায় সমিতি বিধিমালা অনুযায়ী আগামী ১১/০৪/২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণা করা হয়েছে।
উক্ত নির্বাচনী তফসিল ঘোষিত বিজ্ঞপ্তিটি ভাদুন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ কার্যালয়ের অফিস নোটিশ বোর্ডে সকলের জ্ঞাতার্থের জন্য টানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি