পটুয়াখালী সদর থানাধীন বাহের মৌজ গ্রামের ৩ নং ওয়ার্ড এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই কর্তৃক মেঝ ভাইকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।এসময় স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রী সহ আরো চারজন কে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা ।এতে আহত্বরা আল আমিন (৩৬) তার স্ত্রী তাসলিমা বেগম (২৫) ছোট ভাই রাকিব (৩৩) ও ছোট ভাইয়ের স্ত্রী তানিয়া বেগম (২০)।
আহত আলামিন ৩ নং ওয়ার্ড বাহের মৌজ এলাকার মৃত মুসলিম উদ্দিন চৌকিদারের ছেলে। পরে স্থানীয়রা আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে গেলে সেখানে আহতদের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আহত সূত্রে জানা গেছে, আহত আল আমিনের সাথে তার বড় ভাই জসিম চৌকিদার এর সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা বিরোধ চলে আসছে।আহত সূত্র জানায় জসিম চৌকিদারির পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকায় এলাকাতে তার বিশাল প্রভাব ছিল।
যার কারনে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন পাঁচ ভাইবোনদের ভিতর একাই বাড়িতে থেকে পৈওিক সব সম্পত্তি ভোগ দখল করে। এবং অন্যান্য ভাই বোনরা বাড়িতে আসতে চাইলে তাদের বিভিন্ন সময় মারধর সহ বিভিন্ন ধরনের হুমকি ধামকী দিয়ে আসছিল।
এদিকে সেজো ভাই আল আমিন বিএনপির রাজনীতি করার কারণে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে পলাতক ছিল।এখন বাড়িতে এসে তার ভাঙ্গা ঘরটি পুনরায় মেরামত করার জন্য সকল ওয়ারিশদের কাছ থেকে অনুমতি নিয়ে বসত ঘরে কাজ করার জন্য মাপচাপ করতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে বড় ভাই জসিম চৌকিদার, তার ছেলে জুয়েল, জুবায়ের, স্ত্রী জুবাইদা বেগম, ভারাটে নিজাম ও সোহাগ সহ অজ্ঞতা ৮-১০ জন। দেশিও অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে আল আমিন এর উপরে হামলা চালায়।
এ সময় প্রতিপক্ষ জসিম চৌকিদার,ছেলে জুয়েল, জুবায়ের, স্ত্রী জুবাইদা, নিজাম, সোহাগ সহ অজ্ঞাত ৮-১০জন ধারালোর দা ও রামদা দিয়ে আল আমিনের উপরে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এ সময় জসিম চৌকিদার ও তার ছেলেরা আলামিন কে গলা কেটে হত্যার চেষ্টা করলে ছোট ভাই রাকিব , স্ত্রী তাসলিমা ও রাকিবের স্ত্রীর তানিয়া তাকে বাঁচাতে গেলে তাদেরও কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।
এ সময় আল আমিনের ঘরে থাকা ঘড়ে কাজ করানোর নগদ চার লক্ষ টাকা ছিনিয়ে নেয় প্রতিপক্ষরা।
এ ঘটনায় গুরুতর আহত আল আমিন , রাকিব ও তানিয়া শেবাচিমের সার্জারি ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।