Crime News tv 24
ঢাকাশনিবার , ১ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় নাগরিক প্লাটফমের গণতন্ত্র উৎসব পালিত

কামাল উদ্দিন টগর নওগাঁ প্রতিনিধিঃ
মার্চ ১, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁয় নাগরিক প্লাটফম ও যুব ফোরামের আয়োজনে গণতন্ত্র উৎসব উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারী) সকালে নওগাঁ সদর উপজেলা চত্বরেপালিত হলো গণতন্ত্র উৎসব। ফেষ্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহম্মাদ আব্দুল আউয়াল। পরে সেখান থেকে একটি বণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সদর উপজেলা অডিটরিয়াম হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা নাগরিক প্লাটফমের সভাপতি ফজলুলহক খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, জেলা সমাজসেবা কাযালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মাদ, সদর উপজেলা নিবাহী অফিসারইবনুল আবেদীন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম,সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মান্নান, ডেমোক্রেসি ওয়াচের অথয়ানে এবং রুপান্তরের কারিগরী সহায়তায় পরিচালিত আস্থা প্রকল্পের জেলা সমন্বায়ক কামাল হোসেন। এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় যুবদের ভূমিকা অপরিসীম। সুশাসন প্রতিষ্ঠা, নাগরিকদের ভোটের অধিকার নিশ্চিত করণ সহ বিভিন্ন সচেতনতার মাধ্যমে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এজন্য নিজেদের অধিকার সম্পকে সচেতন হতে হবে এবং সে গুলো প্রতিষ্ঠার কাযকর পদক্ষেপ নিতে হবে। এছাড়া দিন ব্যাপী এই উৎসবে বিভিন্ন সংগঠন ও যুব ফোরামের স্টল, যুবদের উদ্যোগে নাটক পরিবেশন,গান,কুইজ ও ক্রীড়া প্রতিযোগিতা, মুক্ত আলোচনা,মক ভোটিং ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিবেদনঃ- কামাল উদ্দিন টগর
নওগাঁ জেলা প্রতিনিধি
মোবাইল নং ০১৭৪৯৫৬৭৩১৪