‘জনস্বার্থে সাংবাদিকতা, সাংবাদিকতায় নিরাপত্তা’ স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী সর্বস্তরের সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত বাংলাদেশ প্রেস ক্লাবের রংপুর বিভাগীয় শাখার পরিচিতি সভা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। এতে বৃহত্তর রংপুর বিভাগের ৭৪টি শাখা কমিটির নেতৃবৃন্দ ও সকল সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
শুক্রবার (২৮শে ফেব্রুয়ারী) সকালে রংপুর নগরীর চিকলি ওয়াটার পার্কে বাংলাদেশ প্রেস ক্লাবের রংপুর বিভাগীয় শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ এনামুল হক স্বাধীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিভাগীয় শাখার সভাপতি সাংবাদিক এস আর শরিফুল ইসলাম রতন। এতে সংগঠনের নীলফামারী জেলা সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল বারী, দিনাজপুর জেলা সভাপতি সাংবাদিক শ্রী যাদব চন্দ্র রায় সহ বিভাগটির ৮ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বনভোজন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ও সংগঠনের গাইবান্ধা জেলার প্রতিষ্ঠাতা সভাপতি মোয়াজ্জেম হোসেন আকন্দের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানের সঞ্চালনা করেন- রংপুর জেলা সভাপতি সুজন আহম্মেদ।
বার্ষিক বনভোজনে অংশগ্রহণ করেন বাংলাদেশ প্রেস ক্লাব নীলফামারী জেলা শাখার আওতাধীন নীলফামারী সদর উপজেলা, ডিমলা উপজেলা, ডোমার উপজেলা, জলঢাকা উপজেলা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সংগঠনের সকল দায়িত্ববান নেতৃবৃন্দরা। এছাড়াও রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরিচিতি সভায় সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, ঐক্যবদ্ধতা নিশ্চিতে সকলকে সুসংগঠিত থাকার আহ্বান জানান বক্তারা। শেষে, লটারীর র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মাধ্যমে বনভোজন কার্যক্রমের সমাপনী করা হয়।