Crime News tv 24
ঢাকাবুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে একা আক্তার—সাহসী কজন?

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

সাংবাদিকতার পেশায় অনেকেই আছেন, কিন্তু সবাই কি আক্তারের মতো সাহসী? সহকর্মীর বিপদে-আপদে একা দাঁড়ানোর যে দৃঢ়তা, তা সবার মধ্যে থাকে না। আক্তার সেই বিরল ব্যতিক্রম, যে বারবার প্রমাণ করেছে—অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য বড় পরিচয়ের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু সৎ সাহস।
সম্প্রতি ঠাকুরগাঁও জেলার আখানগর ইউনিয়নে বিএনপির সহ-সভাপতি যুবাইদুর চৌধুরীর হাতে নির্মম নির্যাতনের শিকার হন দেশ বাংলা পত্রিকার সাংবাদিক মামুনুর রশিদ। এই ঘটনার পর, প্রতিবাদে একাই রাস্তায় দাঁড়ান আক্তার। জেলার নেকমরদ এলাকায় তিনি একাই বিক্ষোভ করেন, অন্যায়ের বিরুদ্ধে উচ্চকণ্ঠ হন। তার এই নির্ভীক অবস্থান আলোচনায় এসেছে বিভিন্ন মহলে।

সাহসের প্রশংসা

আক্তারের এই সাহসিকতার প্রশংসা করেছেন সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
৭১ টিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু বলেন, “সত্য ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোর জন্য যে অদম্য সাহস দরকার, আক্তারের মধ্যে তা আছে। সাংবাদিকদের নিরাপত্তার প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ, তবে আক্তার একাই যে অবস্থান নিয়েছে, তা প্রশংসার দাবিদার।”

দীপ্ত টিভির হিমেল তালুকদার বলেন, “এটা শুধু একজন সাংবাদিকের ওপর নির্যাতন নয়, পুরো সাংবাদিকতার পেশাটির ওপর আঘাত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সবাই চুপ থাকে। আক্তার সেই নীরবতা ভেঙেছে, যা আমাদের সকলের জন্য শিক্ষা হওয়া উচিত।”

সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, “সাংবাদিক নির্যাতনের ঘটনা দেশে নতুন নয়, কিন্তু এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ার মানুষ কম। আক্তার সেই ব্যতিক্রমী চরিত্র, যে অন্যায়ের বিরুদ্ধে ভয় না পেয়ে প্রতিবাদ করেছে। সমাজে এমন সাহসী মানুষের প্রয়োজন, যারা সত্যের পক্ষে দাঁড়াবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে।”

আক্তার: এক পাগলাঘণ্টির নাম

আক্তার যেন একটি ‘পাগলাঘণ্টি’—যে ঘণ্টিতে শুধু উন্মাদনা নয়, রয়েছে আবেগ, রয়েছে বিবেকের জাগরণ। তার প্রতিবাদ আমাদের সবাইকে নাড়া দেয়। এই ঘণ্টির শব্দে কি আমরা জেগে উঠব? আমরা কি সাহসী হতে পারব, আক্তারের মতো?