আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ সকাল ১০.৩০ টায় মাদক, সন্ত্রাস,জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ভান্ডারিয়া থানাধীন তেলিখালী পুলিশ তদন্ত কেন্দ্রে ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়।
ওপেন হাউজ ডে’ তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন জনাব মোঃ নাজিমুল হক অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বরিশাল রেঞ্জ, বরিশাল মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের মহোদয়।
এ সময় ওপেন হাউজ ডে’তে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরলে প্রধান অতিথি মহোদয় ভুক্তভোগীদের উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান,(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোঃ শাখাওয়াত হোসেন,অফিসার ইনচার্জ ভান্ডারিয়া থানা,অফিসার ইনচার্জ মঠবাড়িয়া থানা, ইনচার্জ তেলিখালী পুলিশ তদন্ত কেন্দ্র সহ থানার অন্যান্য অফিসার-ফোর্স, আগত সেবা প্রত্যাশী, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।