Crime News tv 24
ঢাকারবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মহাদেবপুরে আলুুরপাতা খাওয়া কে কেন্দ্র করে নারীসহ আহত-০৭

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ১১:৪১ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর মহাদেবপুরে ছাগলে ক্ষেতের আলু গাছের পাতা খাওয়ার জের ধরে প্রতিপক্ষরা বসতবাড়িতে হামলা চালিয়ে ৫ নারীসহ ৭ জনকে বেদম মারপিট করে মারাত্মক জখম করেছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চেরাগপুর ইউনিয়নের মাটিয়াদীঘি গ্রামে এঘটনা ঘটে ওইগ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক অভিযোগ করেন যে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা তাকে প্রায়ই নানান হুমকি ধামকি দিয়ে আসছিল। শুক্রবার বিকেলে তার একটি ছাগল প্রতিপক্ষদের আলু ক্ষেতের কিছু পাতা খেয়ে ফেলে। এরই জের ধরে প্রতিপক্ষরা তার বাড়িতে চড়াও হয়ে বাঁশের লাঠি, হাসুয়া, চাকু, ফার্সা, রামদা প্রভৃতি নিয়ে হামলা চালায়। তাদের আঘাতে তার পিতা আব্দুর রহমান, মা মোছা: বেগম, বোন রেহেনা পারভীন, স্ত্রী মোরশেদা বেগম, ভাবি মাবিয়া আকতার, ছোট ভাইয়ের স্ত্রী কমলা আকতার ও ভাতিজা মাহবুব আলম মারাত্মক জখম হন। তার স্ত্রীর মাথা ও হাতের কয়েক জায়গায় কেটে যায় ও তার ছোট ভাইয়ের স্ত্রীর গালে কাটা জখম হয়। এব্যাপারে রাতেই ওইগ্রামের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুকুল হোসেন, মৃত রিয়াজ উদ্দিন মন্ডলের ছেলে রাজু আহমেদ, মৃত অছির উদ্দিনের ছেলে আবুল কাশেম, তার দুই ছেলে রবিউল ইসলাম ও রকি, আহম্মদ আলীর ছেলে এনামুল হক, রাজু আহমেদের ছেলে নাহিদ হোসেন, মৃত নুর মোহাম্মদের দুই ছেলে বুলবুল আহমেদ ও মিঠুন হোসেন এবং নুর উদ্দিনের ছেলে জুয়েল রানার বিরুদ্ধে মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিযোগ পাবার কথা নিশ্চিত করে জানান, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নওগাঁ #