কুড়িগ্রামে উলিপুরে শীতার্তদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে ” মানবতার বাতিঘরের” নামের একটি সামাজিক সংগঠন।
সংগঠনের পক্ষ থেকে ৩০ জানুয়ারি মাসের শেষ সপ্তাহ উপজেলার নিবিড় পল্লীগ্রামে অর্ধশতাধিক গরীব দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন মানবতার বাতিঘর ও যুব সমাজ উন্নয়ন সংস্থা উলিপুর কুড়িগ্রাম। সামাজিক সংগঠন “মানবতার মানবতার বাতিঘর ও যুব সমাজ উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক,আবুল কালাম আজাদ,বলেন প্রতি বছর গরীব দুস্থ ও ছিন্নমূল মানুষের জন্য এক কষ্টের বার্তা নিয়ে আসে শীত। তবে তাদের পাশে দাঁড়াতে দেখা যায় অল্প সংখ্যক স্বামর্থ্যবানদের। অসহায় এই দুস্থ,ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটাতে পারা এক ভিন্ন রকম অনুভূতি। তাই আমরা এবার পরিকল্পনা করে আমাদের শীতপ্রবণ এলাকার এখন পর্যন্ত অর্ধ শতাধিক দুস্থ ও অসহায় শীতার্তদের দ্বারে দ্বারে পৌঁছে তাদের গায়ে শীতবস্ত্র কম্বল জড়িয়ে দিচ্ছি।
উল্লেখ্য, প্রতি ঈদে ২/৩ শতাধিক হত-দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার ও বিতরণ করেন বন্যার সময় বন্যাকবলিত এলাকায় শুকনা খাবার সহ বিভিন্ন সহযোগিতা করে থাকেন “মানবতার বাতিঘর” ও যুব সমাজ উন্নয়ন সংস্থা।
প্রতি বছরের ন্যায়এবছরেও মানবতার বাতিঘরের নিজ অর্থায়নে আজ বিকাল ৩ ঘটিকায় থেতরাই ইউনিয়নে
হোকডাঙ্গা ফকিরপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ২য় ধাপে অর্ধশতাধিক হত-দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হলো।উক্ত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেনমানবতার বাতিঘর ও যুব সমাজ উন্নয়ন সংস্থার
সাধারন সম্পাদক,আবুল কালাম আজাদ,দপ্তর সম্পাদক হাফেজ হুমায়ুন কবির ও সমাজকল্যাণ সম্পাদক নুরুন্নবি আজাদ নিশাত সহ মিলন মিয়া প্রমুখ।