কুড়িগ্রামের রৌমারীতে ৩ হাজার ৮০০ শত ইয়াবা টেবলেটসহ সাইদুর রহমান (৪৫) নামের এক ব্যক্তি কে আটক করেছে পুলিশ।বুধবার (২৯ জানুয়ারী ,) সকাল সাড়ে ১১ টার দিকে রৌমারী শাপলা চত্ত্বর থেকে গোপন সংবাদ এর ভিত্তিতে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি উপজেলার যাদুরচর ইউনিয়নের চাক্তাবাড়ি গ্রামের মৃতু আব্দুস সালামের ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন চেষ্টার পর বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার শাপলা চত্ত্বরে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমানসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে সীমান্ত রাস্তা তুরা রোড দিয়ে সাইদুর রহমান নিজ অটোভ্যান চালিয়ে আসার সময় তাকে আটক করে। আটকের পর জনসম্মুকে দেহতল্লাসীর করে তার পকেট থেকে ৩ হাজার ৮০০শত পিছ ইয়াবা টেবলেট পাওয়া যায়।
রৌমারী থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আগামীকাল বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে।