Crime News tv 24
ঢাকাবুধবার , ২৯ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত

নূর মোহাম্মদ সুমন, নীলফামারী প্রতিনিধি।
জানুয়ারি ২৯, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীলফামারী জেলা শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টায় নীলফামারী স্কাইভিউ-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীলফামারী জেলা শাখার উদ্যোগে ছয় উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

নীলফামারী জেলা শাখার বিএনপি’র সভাপতি আলমগীর সরকারের সভাপতিত্বে ও বিএনপির জেলার সাধারণ সম্পাদক জহুরুল আলমের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুধু।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির রংপুর দিনাজপুর অঞ্চলে সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় কার্য নির্বাহী কমিটির রংপুর দিনাজপুর অঞ্চলের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম। এছাড়াও নীলফামারীর ছয় উপজেলার বিএনপিরসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।

সাংগঠনিক সভায় নেতারা বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের উপর চরম নির্যাতন ও জুলুম চালানো হয়েছে। ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মী ঠিকমতো বাসায় ঘুমাতে পারেনি। বিএনপি’র এমন কোন নেতাকর্মী খুঁজে পাওয়া যাবে না, যে ফ্যাসিস্ট সরকারের হাতে নির্যাতিত অথবা দুই চারটা মামলার শিকার হয়নি। এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিগত ১৭ বছরে বিএনপি’র শত শত নেতাকর্মী আওয়ামী লীগের গুন্ডাবাহিনী, পুলিশ লীগের গুলি ও টিয়ার সেলে জীবন দিয়েছে, শত শত নেতাকর্মী পঙ্গুত্ববরণ করেছে, লক্ষ লক্ষ নেতাকর্মী জেল জুলুমের শিকার হযেছে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে মানুষের বাক স্বাধীনতা ও ভোটের অধিকার হরণ করা হয়েছিল। তাদের অন্যায় এবং নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেয়া হয়নি, প্রতিবাদ করলে তার ওপর নেমে আসত অমানুষিক জুলুম ও নির্যাতন। ছাত্র জনতার কল্যাণে ফ্যাসিবাদী, বাকশালী আওয়ামী লীগ সরকারের হাত থেকে দেশ আজ মুক্ত। এখনই সময় দেশ ও জাতির উন্নয়নে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ ভুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাতলে সংগঠিয় হয়ে দেশ গঠনে ভূমিকা রাখা। আগামী নির্বাচনকে সামনে রেখে, ১৭ বছরের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে বিএনপিকে শক্তিশালী করা। আগামী নির্বাচনে বিএনপি যাতে সরকার গঠন করে দেশ পরিচালনা করতে পারে, দলীয় কোন্দল ভুলে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করাই এ সভার মূল লক্ষ্য।