Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

রাজাপুরে চাঁদার দাবিতে বালু ভরাটে বাঁধা, থানায় অভিযোগ

admin
জানুয়ারি ২৮, ২০২৫ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক নিউজঃ

ঝালকাঠির রাজাপুরে চাঁদার দাবিতে বালু ভরাটে বাঁধা দেয়ায় থানায় অভিযোগ দিয়েছে একটি ভুক্তভোগী পরিবার। উপজেলার গালুয়া ইউনিয়নের চাড়াখালি গ্রামের জাহাঙ্গীর ফরাজির ছেলে জুয়েল ফরাজি (৩০) এর সাথে এই ঘটনা ঘটে।

গত ২৩ জানুয়ারি ২০২৫ তারিখ বিকেলে গালুয়া ইউনিয়নের চাড়াখালি এলাকার মৃত মালেক এর ছেলে এবং ৩৮ নং চাড়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বরকত (৪০) ও হিরু (৪৫) এবং সাতুরিয়া ইউনিয়নের গড়ইয়া এলাকার ইরুফ তালুকদারের ছেলে ইমরান (৩০) এই ঘটনা ঘটায়। এ বিষয়ে জুয়েল ফরাজির শ্যালক মফিজুল ইসলাম বাদি হয়ে রাজাপুর থানায় অভিযোগ দায়ের করেছে।

স্থানীয় সূত্রে জানাযায়, জুয়েল ফরাজি নিজের নিচু জমি ভরাট করতে বালি আনলে তাতে বাঁধা দেয় বরকত ও তার লোকজন। জুয়েল এর প্রতিবাদ করলে তাকে ২৩ জানুয়ারি বিকেলে লোকজন নিয়ে মারধর করে। পরে স্থানীয় লোকজন ছাড়িয়ে দিয়ে দুই পক্ষকে দুইদিকে পাঠিয়ে দেয়। এসময় বরকত বিভিন্ন ভাবে হুমকি দিয়ে চলে যায়।

এব্যাপারে শিক্ষক বরকত বলেন, আমার বিরুদ্ধে বলা এসব অভিযোগ মিথ্যে। অভিযোগ কারীরা মাদকসেবি, আমি তাদের মাদক সেবনে বাধা দিলে আমাকে ফাঁসাতে এই নাটক সাজিয়েছে।