Crime News tv 24
ঢাকাশনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে হামলা ও ভাঙচুর, ১১জনের নামে থানায় অভিযোগ।

admin
ডিসেম্বর ২৮, ২০২৪ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:-
সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১১জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে তাহিরপুর থানায় বাদি হয়ে অভিযোগ করেন উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রামের লিয়াকত আলীর ছেলে মাছুম (৪০)।
অভিযুক্তরা হলেন, উপজেলার বাদাঘাট ইউনিয়নের লামাশ্রম গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে জামান মিয়া (৪৫), একই গ্রামের আব্দুল মতিনের ছেলে কিরন মিয়া (৪২), রাশিদ মিয়ার ছেলে ছামাদ মিয়া (৩২) ও মোশাহিদ মিয়া (২৪), মৃত বাবর আলীর ছেলে মিনু মিয়া (৫৩) ও খোকন মিয়া (৫০), মোরশেদ মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৫), দুলাল মিয়ার ছেলে নাজিম মিয়া (২৬), তারুল মিয়ার ছেলে হাসান মিয়া (২২) ও শামীম মিয়া (২৫), আব্দুল হাসিমের ছেলে উসমান মিয়া (৬৫)।

বাদি মাছুম ও অভিযোগ সূত্রে জানাযায়, অভিযুক্ত জামাল মিয়া বাদি মাছুমের সাথে দীর্ঘ দিন যাবত বিরোধ করে আসছে। সেই বিরোধের জেরে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে জামাল তার দলবল (অভিযুক্ত) নিয়ে পরিকল্পিত ভাবে রাজারগাঁও গ্রামে মাছুমের বাড়িতে হামলা চালায়। তার বসত ঘরে ডুকে দেশীয় অস্র দিয়ে ভাঙচুর করে। এসময় মাছুম কে মারধর করে ও তার ঘরে রাখা ড্রয়ার থেকে জমি বন্ধকীর ৩লক্ষ ২০হাজার টাকা নিয়ে যায়। এমন সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করায়।
বাদি মাছুম আরও জানায়, অভিযুক্ত জামাল নিজে মাদক সেবন করে এবং মরণ নেশা ইয়াবা সহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত। তার ভয়ে এলাকার মানুষ সব সময় আতঙ্কে থাকে। সাহস করে কেউ কিছু বলতে চায়না।

এবিষয়ে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।