Crime News tv 24
ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি উদ্বোধন।

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জে স্বনামধন্য নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয়ে প্রাঙ্গণে আজ (১৭ নভেম্বর) সোমবার সকাল সাড়ে দশ ঘটিকায় স্কুল ফিডিং কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক। অনুষ্ঠান সঞ্চালন করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম হামিদ। উক্ত অনুষ্ঠানে স্কুল ফিডিং কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাহমুদুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শবনম আকতার,অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নেয়ামুতুল্লাহ ও মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। সারা দেশে ১৫০ টি উপজেলায় ১৯৪১৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে ৪ টি উপজেলায় ২১৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর্বমোট ৪৩৮২৮ জন শিক্ষার্থীরা ফিডিং কর্মসূচি আওতায় এসেছে। শিক্ষার্থীদের খাবার তালিকায় থাকছে বিস্কুট, বনরুটি, ডিম, ইউএইচটি দুধ, কলা বা মৌসুমি ফল। আজকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা শিক্ষার্থীদের হাতে প্রাণ কোম্পানির ২০০ মিলি দুধ তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের মধ্য দিয়ে গুনগতমানের শিক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রাথমিক বিদ্যালয়ে এই শিক্ষা নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠবে। এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটে। পাশাপাশি তাদেরকে পুষ্টিকর খাবার সরবরাহ করার মধ্য দিয়ে তাদের শারীরিক স্বাস্থ্যেরও বিকাশ ঘটবে। ফলে শিক্ষার্থীরা স্কুলমুখী হবে, পড়াশুনায় মনোযোগী হবে। আমরা শিক্ষাথীদের পড়াশুনায় আগ্রহী করতে চাই। শিক্ষার্থীরা পড়াশুায় আগ্রহী বাড়বে। শিক্ষার্থীরাই একদিন সমাজের কল্যাণে অবদান রাখতে পারবে।