Crime News tv 24
ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

অনলাইন জুয়া বন্ধে ব্যবস্থা নিতে না পারার দুঃখ—বিদায়বার্তায় বললেন হবিগঞ্জের এসপি এএনএম সাজিদুর রহমান!

মো ইপাজ খাঁ মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:-
নভেম্বর ১৬, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) এ এন এম সাজিদুর রহমান বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে যাচ্ছেন। বিদায়বার্তায় তিনি জনবান্ধব পুলিশিং বাস্তবায়নে জনগণের সহযোগিতার কথা স্মরণ করলেও কারিগরি দক্ষতার অভাবে অনলাইন জুয়া মোকাবিলায় কাঙ্ক্ষিত ব্যবস্থা নিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন।
গত জানুয়ারির মাঝামাঝি সময়ে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব নেয়ার পর পুলিশ বাহিনীকে শতভাগ সক্রিয় ও জনবান্ধব করতে কাজ করেন বলে উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা। তার ভাষ্য, “পেশাদার পুলিশ একদিনে তৈরি হয় না; দীর্ঘ অনুশীলন ও কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে ধীরে ধীরে কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে হয়।”
তিনি আরও বলেন—
“আমার স্বল্প সময়ের কর্মকালীন যারা সহযোগিতা করেছেন, সমালোচনা করেছেন—সবাইকে ধন্যবাদ। তবে কারিগরি সক্ষমতার অভাবে অনলাইন জুয়া বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে না পারায় ক্ষমা প্রার্থী।”
বদলির এই চাকরিতে আরও বড় পরিসরে দায়িত্ব গ্রহণের আদেশ এসেছে জানিয়ে এসপি সাজিদুর রহমান জেলার মানুষের কাছে দোয়া কামনা করেন।পরিশেষে পুলিশ সুপারের ফেসবুক আইডিতে শেষে তিনি বলেন—
“বাংলাদেশ পুলিশ ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।”
ছবি:হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজিদুর রহমান