চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মারকাযুল কুরআন মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছে। এ প্রতিষ্ঠান টি ২০২৪ সালে স্থাপিত করা হয়েছে। এ প্রতিষ্ঠানে নতুন বছরের জন্য মহিলা ছাত্রী ভর্তির বিজ্ঞাপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে
সীমিত আসনে ভর্তি চলছে।
মারকাযুল কুরআন মহিলা মাদ্রাসা ময়ামারী মোড় ,ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ
সকল বিভাগে ভর্তি চলছেঃ
* নাজেরা বিভাগ
* হিফজ বিভাগ
* হিফজ রিভিশন বিভাগ
* প্রতিযোগিতা বিভাগ
* জেনারেল ক্লাস প্লে থেকে ৩য় শ্রেণি পর্যন্ত।
* মনোরম পরিবেশ।
* সম্পুর্ন মহিলা শিক্ষিকার মাধ্যমে নিয়ন্ত্রিত।
* তিন বেলা রুচি সম্মত খাবারের ব্যবস্থা।
* মাদ্রাসার বাইরে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে।
ভর্তির জন্য অবশ্যই অফলাইনে মাদরাসায়
এসে ভর্তি করাতে হবে৷ অফলাইনে স্বশরীরে
এসে বাচ্চাকে ভর্তি করানো বাধ্যতামূলক।
মোবাইল নম্বর
01751567734
আমাদের ঠিকানাঃ
ময়ামারী মোড় ভোলাহাট চাঁপাই নবাবগঞ্জ।

