মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন ও আলামিন বকুলের নেতৃত্বাধীন প্যানেল, বুধবার ২৯ অক্টোবর-২০২৫ দুপুরে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ প্যানেলে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন ও ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জিনিয়াস স্কুলের প্রিন্সিপাল আলামিন বকুল,প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন-নুর রহমান, আনোয়ারুল হক কালু, মাজাহারুল ইসলাম, নজরুল ইসলাম, আবু সাইদ ও কাজী রুহুল আমিন।
মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন, প্যানেলের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা,আসন্ন নির্বাচনে এ প্যানেলটি সংগঠনের কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা আনার প্রতিশ্রুতি দিয়েছে।

