চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ভোলাহাট মানবসেবা সংগঠনের উদ্যোগে (১৫ অক্টোবর) বুধবার সকাল ৯:০০ ঘটিকায় ফ্রী রক্তের গ্রুপ নির্ণয়ের কার্যক্রম শিকারী আলহাজ্ব মালেকা নুরানী হাফেজিয়া মাদ্রাসায় ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম শুরু করা হয়।
উক্ত ভোলাহাট মানবসেবা সংগঠন সকলের সেবায় নিয়োজিত থেকে কাজ করে অসহায় মানুষের সেবায় কাজ করে যেতে পারি এ মঙ্গলকামনা করি ।ভোলাহাট মানবসেবা সংগঠনের পরিচালনায় (১০০ +) জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ফ্রী রক্তের গ্রুপ নির্ণয়ের কার্যক্রম বিকাল ৪:০০ ঘটিকায় শেষ হয়। বাঁচবো আর কতদিন, মানবসেবায় যোগদিন।
আয়োজনেঃ ভোলাহাট মানবসেবা সংগঠন।
সহযোগিতায়ঃ ডেলটা মেডিকেল সেন্টার, ওয়াটার সাপ্লাই মোড়,শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ।
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সকলের প্রিয় মানবিক ডাঃ মোঃ মাহফুজ রায়হান স্যার এর প্রতি।
সব ডাঃ কসাই হয়না কিছু ডাঃ মানুষের জন্য জীবন বাজী রেখেও নিরলস ভাবে সেবা দিয়ে যান তার মধ্যে তিনি অন্যতম। এ মানবিক কাজে অবদান রাখায় অসংখ্য ধন্যবাদ জানাই, আল্লাহ তায়ালা এ প্রতিষ্ঠানের ডাঃ মোঃ মাহফুজ রায়হান স্যার কে নেক হায়াত দান করুন এবং আরো বেশি মানুষের কল্যাণে এগিয়ে আসার তৌফিক দান করুন।