গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের নির্মলা মারিয়া গির্জা প্রাঙ্গনে হারবাইদ খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ২৬- তম বার্ষিক (অর্থ বছর: ২০২৪-২০২৫ ) সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৬ শে সেপ্টেম্বর ২০২৫ ইং) সকাল ১০ঃ০০ ঘটিকার সময় হারবাইদ খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর চেয়ারম্যান মিস্টার তাপস এস কস্তার সভাপতিত্বে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন মি. আগস্টিন প্রতাপ গমেজ, চেয়ারম্যান দি মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড, মি.হেমন্ত আই. কোড়াইয়া ,প্রেসিডেন্ট দি খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ঢাকা ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মি. পেপিলন হেন্ডী পিউরিফিকেশন, সেক্রেটারি দি মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড, মি.সুজয় পিউরিফিকেশন, ডিরেক্টর দি মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড, জনাব মেহেদী মাসুদ, উপজেলা সমবায় অফিসার গাজীপুর, কামরুজ্জামান সরকার, চেয়ারম্যান বন্ধন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড। আরো উপস্থিত ছিলেন হারবাইদ খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড এর সকল উপদেষ্টা মন্ডলী, কর্মকর্তা, কর্মচারী ও সকল সম্মানিত সদস্যবৃন্দ ।