চুয়াডাঙ্গা জেলায় জীবননগর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্য বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বাসস্ট্যান্ড মুক্ত মঞ্চ জামায়াতে ইসলামীর আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজলো আমীর মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমীর সাখাওয়াত হোসেন, হাফেজ বিল্লাল হোসেন, জীবননগর উপজলোর সেক্রেটারি মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর, মাওলানা সাইদুল হক, আইটি সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি কামাল উদ্দীন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, হাসাদাহ ইউনিয়ন আমীর আখতারুজ্জামান, কেডিকে ইউনিযন আমীর আব্দুর রহমান, পৌর সেক্রেটারি ইব্রাহিম খলিল, হাসাদাহ ইউনিয়ন সেক্রেটারি লাল্টু মিয়া, শফিকুল ইসলাম, পৌর যুব সভাপতি আরিফুল ইসলাম জোয়ারদ্দার, যুবনেতা মোমিনল ইসলাম, আব্দুল মোতালেব, আবুল কালাম আজাদ, আতিয়ার রহমান, জহিরুল ইসলাম জাদু, মোস্তাফিজুর রহমান মিলন, হাবিবুর রহমান তারিপ, জাহিদুর রহমান সম্রাট, জাহিদ হোসেন, এলাহী মন্ডল, আহাদ আলী ও আব্দুর রহমান মাস্টার সহ প্রমুখ। এছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতে ইসলামী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের কারণে ফ্যাসিষ্ট আওয়ামীকে দেশ ছাড়া করতে পেরেছি। তাই আমাদের পাঁচ দফা দাবি হলো জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে,আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পি, আর পদ্ধতি চালু করা,
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গনহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা সহ স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি ও ১৪ দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করে দেশের জনগণের সামনে সরকারের নিরপেক্ষতার পরিচয় দিতে হবে।