জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে গতকাল রাতে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ধলাহার ইউনিয়ন জামায়াতের আমীর আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি তানজিম হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা জনাব ফজলুর রহমান সাঈদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি বড় সুযোগ। দেশের চলমান সংকট নিরসন ও জনগণের ভোটাধিকার রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় সংগ্রাম করে যাচ্ছে। আমি বিশ্বাস করি ধলাহার ইউনিয়নের জনগণ ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সঙ্গে থাকবে এবং দাঁড়িপাল্লার পক্ষে রায় দেবে।”
তিনি আরও বলেন, উন্নয়ন, সুশাসন ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠাই জামায়াতের মূল লক্ষ্য। এই লক্ষ্য পূরণে তিনি ধলাহার ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মওলানা শাহ আলম দেওয়ান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জয়নুল আবেদিন। এছাড়াও বক্তব্য রাখেন ধলাহার ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক কর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।