আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৫ দফা দাবি আদায়ে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে শহরের চৌড়হাস মোড় থেকে একটি মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা বিজয় উল্লাস চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাসেম।
কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হকের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর-৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী হাফেজ মুফতি মাওলানা আমীর হামজা, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দ্দার, নায়েবে আমীর খায়রুল ইসলাম রবিন, কুষ্টিয়া শহর শিবিরের সেক্রেটারী আব্দুল্লা আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসশম দলটির ৫ দফা দাবি উত্থাপন করেন। উল্লেখিত ৫ দফা হলো জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
মিছিল ও সমাবেশে কুষ্টিয়া সদর উপজেলা জামায়াত ও শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।