কুড়িগ্রামের চিলমারীতে “চরাঞ্চলে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ এনজিওর এডভোকেট ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চিলমারী ইউনিয়নের বৈলমন্দিয়ার খাতা এলাকায়,, যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধ, পারিবারিক সহিংসতা, জুয়া, মাদকের ক্ষতিকারক দিকগুলো এবং জনগণের কল্যাণে বাংলাদেশ পুলিশের সহায়তা বিষয়ক Advocacy Campaign অনুষ্ঠিত হয়েছে। সময় উপস্থিত ছিলেন চিলমারী মডেল থানার সাব ইন্সপেক্টর ও বিট অফিসার, সুধন চন্দ্র বর্মন, চর বৈলমনদিয়ার খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, আব্দুল মান্নান, সহকারি প্রকল্প ব্যবস্থাপক, ফ্রেন্ডশিপ সুশাসন প্রকল্প, চিলমারী, মেহেদী হাসান, প্রজেক্ট অফিসার, সুশাসন প্রকল্প চিলমারী, মুস্তাফিজুর রহমান সুলভ সুপারভাইজার, সুশাসন প্রকল্প, চিলমারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তাদের উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।