শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়ন পরিষদে পূজা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত এ সভায় চাঁদখালীর ১৫টি পূজা মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ সরদার। ইউনিয়ন পরিষদ সচিব মোঃ আব্বাস উদ্দীনের সঞ্চালনায় মতবিনিময় সভায় পূজার নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা, বিদ্যুৎ ও আলোকসজ্জা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মণ্ডপে শৃঙ্খলাভঙ্গ রোধসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়।
এসময় বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ কাইয়ূম হোসেন নান্নু, মোঃ মতলেব মালী, আনিছুর রহমান মালী, আনিছুর রহমান, স্নেনেয়ারা খাতুন, পূজা উদযাপন পরিষদ নেতা শিক্ষক কনক চন্দ্র সরকার ও শিক্ষক দীনবন্ধু মন্ডল। বক্তারা আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় ইউনিয়নের সকল পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকরা তাদের মতামত তুলে ধরেন এবং পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতা কামনা করেন।