খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সিঁড়ি থেকে পড়ে এক অজ্ঞাতনামা (৪৮) ব্যক্তির মৃত্যু হয়েছে।
২৩ সেপ্টেম্বর ভোর ৪টা ৩০ মিনিটের দিকে হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চতুর্থ তলার রেলিং সিঁড়ি দিয়ে নামার সময় তিনি পুরাতন ইমারজেন্সি সিঁড়ির নিচে পড়ে গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, একই রাতে প্রায় ১২টা ৩০ মিনিটের দিকে খুলনার রূপসা ব্রিজ টোল প্লাজার ওইপাশ থেকে আজিজুল ও ওসমান নামে দুই ব্যক্তি তাকে বিষপান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
রাত ১টা ৫৮ মিনিটে মেডিসিন বিভাগের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে।
পরে সেখান থেকে হাঁটতে হাঁটতে অর্থোপেডিক্স বিভাগের সিঁড়ির রেলিং থেকে পড়ে নিচে পড়ে গিয়ে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।