বাগেরহাটের রামপালের দূর্গাপুর গ্রামে মৎস্যঘের থেকে মাছ চুরির প্রতিবাদ করায় ঘের মালিকসহ ২ জনকে পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী হাওলাদার ফরিদ বাদী হয়ে রামপাল থানায় একটি এজাহার দাখিল করেছেন।
এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার দূর্গাপুর গ্রামের হাওলাদার ইসাহাকের ছেলে বাড়ের দিয়া বিলে ৮ একর জমিতে মৎস্যঘের করে আসছেন। ঘটনার দিন গত ২১ সেপ্টেম্বর রাতে ওই ঘের থেকে বিবাদীরা অনুমান ২০ হাজার টাকা মূল্যের চিংড়ী মাছ চুরি করে নিয়ে যায়। এ ঘটনার পরদিন ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯ টায় ওই ঘেরের রাস্তায় বিবাদী শেখ মিরন বলেন, চাদা চেয়েছি তা না দেওয়ায় তোর ঘের থেকে চাদা বাবদ মাছ নিয়েছি। এ ঘটনার প্রতিবাদ করায় বিবাদী মিরনের নির্দেশে হাওলাদার জসিম, শেখ রফিকুল, সরদার রাজু, শেখ ইকবাল, মো. সাইফুল, শেখ রাহুল, শেখ আলিফ, শেখ বাচ্চুসহ ৫/৭ জন রড, রামদা ও লাঠি নিয়ে পরিকল্পিতভাবে হামলা করে বেধড়ক মারপিট করে। এতে ফরিদ ও তার কর্মচারী মোল্লা আসাদ আহত হন। খবর পেয়ে তার স্বজনেরা তাদের উদ্ধার করে রামপাল স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি। রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছিল। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে।