বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে থানার অফিসার ইনচার্জ(ওসি) ও দলের নাম ভাঙ্গিয়ে সাবেক উপজেলা ছাত্রদল নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা বাণিজ্যের এক অডিও রেকর্ড স্যোশাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে।
বুধবার(১৭ সেপ্টেম্বর) সাবেক ছাত্রদল নেতার মামলা বাণিজ্যের এই অডিও ক্লিকটি বেশ ভাইয়াল হয়। ভাইরাল অডিওতে সাবেক ছাত্রদল নেতা মিজান এক অজ্ঞাত ব্যক্তিকে বলতে শোনা যায়, তোমার বিষয়টি আমি দেখব আর বাকি ৬/৭জন থেকে একটা নিয়ে আমাকে দাও, আমি ওসি সাহেবকে বলে মামলা না হওয়ার ব্যবস্থা করব,আর টাকা না দিলে পুলিশ গিয়ে ধরে নিয়ে আসবে এবং মামলা হয়ে গেলে জামিন নিতে কষ্ট হবে বলে জানান মিজান।
জানা গেছে, গত বছরের ৫ আগষ্টের পর ছাত্রদল নেতা মিজান বেপরোয়া হয়ে উঠে।দলের প্রোগ্রামের নামে চাঁদা আদায়,দখল বাজিতে সহযোগিতা,চোরাকারবারিদের সাথে আতাঁত, থানায় মামলা রেকর্ড করিয়ে দেওয়ার অজুহাতে অর্থ আদায়,শালিস-বিচারে প্রভাব খাটিয়ে পক্ষপাতিব আচরণ আর মোটাংকের টাকা আদায় সহ বহুমুখি অপকর্মের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মিজানের বিরুদ্ধে। তার বেপরোয়া কর্মকান্ডের লাগাম টেনে ধরতে না পারলে দলের ভার্বমুতি লাঠে উঠবে বলে দলের অনেকের অভিযোগ।
এ বিষয়ে অভিযুক্ত সাবেক উপজেলা ছাত্রদল নেতা মিজান এই প্রতিবেদককে বলেন, এটা আমার বলা অডিও নয়, আমার বিরুদ্ধে একটা মহল এআইএর মাধ্যমে আমার কন্ঠ নকল করে আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে এড়িয়ে যান এবং মোবাইল সংযোগ কেটে দেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাশরুরুল হক বলেন, এ বিষয়ে আমার জানা নেই,বিস্তারিত জেনে তারপর বলতে পারবো, আমি নির্বাচন সংক্রান্ত একটা প্রশিক্ষণে চট্টগ্রাম আছি।
উল্লেখ্য: নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মিজান ৫ই আগষ্ট পরবর্তি বেপরোয়া হয়ে উঠেছে এর আগেও বলি খেলাকে কেন্দ্র করে গ্লোবাল টেলিভিশনের এক সাংবাদিককে হুমকি ও একই উপজেলার এক কলেজ ছাত্রদলের নেতাকে চাঁদার টাকার লেনদেন সংক্রাম্ত বিষয়ে চাঁদার ভাগ-ভাটোয়ারা নিয়ে টেলিফোনে গালনমন্দ করছে, এমন অডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়।