Crime News tv 24
ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

চিলমারীতে ভাতা কার্ডের নামে প্রতারণা, ৬মাস থেকে অফিসের কর্মচারী উধাও।

হাবিবুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ-
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের চিলমারীতে “উপজেলা পরিষদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কর্মচারী বেলাল শেখের” বিরুদ্ধে ভাতা কার্ডের নামে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়াসহ, অফিসের মোটরসাইকেল নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত বেলাল শেখের প্রতারণায় শিকার হয়ে, ছয় মাস থেকে ঘরছাড়া হয়েছেন মনজিলা বেগম। তিনি উপজেলার থানাহাট ইউনিয়নের ডাওয়াইটারী গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী বলে জানাগেছে। জানা যায়, বেলাল শেখ ২০২৩সালের ১০ই সেপ্টেম্বর ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পে ফিল্ড আইটি টেকনিশিয়ান হিসেবে, চিলমারীতে যোগদান করেন। চলতি বছরের ২০মার্চ থেকে তিনি অফিসে অনুপস্থিত আছেন। অভিযোগ সূত্রে জানাযায়, মনজিলা বেগম বেলাল শেখকে বিশ্বাস করে তাকে (৩লাখ ২০হাজার টাকা) ঋণ দিয়েছেন, যার মধ্যে ভাতা কার্ড করে দেওয়ার নামে ৯০ হাজার টাকাও রয়েছে। পাশাপাশি বেলাল শেখ অফিসের ব্যবহৃত মোটরসাইকেল টিও নিয়ে গেছেন। মনজিলা বেগম বলেন, “বিশ্বাস করে ঋণ দিয়েছি। কয়েক মাস ধরে তাকে অফিসে পাচ্ছি না। গ্রামের মানুষ টাকার জন্য চাপ দিচ্ছে। বাধ্য হয়ে পাঁচ বছরের সন্তানকে নিয়ে ঘর ছেড়েছি। খুবই কষ্টে আছি বলে জানান তিনি।”অভিযুক্ত বেলাল শেখের সাথে যোগাযোগ করার জন্য তার ব্যবহৃত ফোনে, কল দিলে সেটিও  বন্ধ পাওয়া যায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপজেলা আইসিটি অফিসার, প্রকৌশলী জ্যোতির্ময় দেবনাথ বলেন, “কর্মচারী বেলাল ছয় মাস ধরে অফিসে অনুপস্থিত এবং অফিসের একটি মোটরসাইকেলও নিয়ে গেছেন। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তবে ভাতা কার্ড ইস্যু আমাদের দপ্তরের দায়িত্ব নয় বলে জানান তিনি।”এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “বেলাল শেখের বিরুদ্ধে এখনও কেউ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি। তবে আমাদের কাছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পক্ষ থেকে একটি অভিযোগ এসেছে। অভিযোগটি এখনো নথিভুক্ত হয়নি বলে জানান তিনি।