মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ১৫ সেপ্টেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বেলা ১১ টা থেকে দুপুর ২.৩০ টা পর্যন্ত পরিচালিত অভিযানে বিভিন্ন মিষ্টির দোকান, খাদ্যপণ্য ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান সমূহে তদারকি করা হয়।
এসময় মেসার্স বৈশাখী মিষ্টি ঘর নামক প্রতিষ্ঠানে তদারকিতে পাওয়া যায় নানা রকমের অনিয়ম। অবাস্হকরভাবে দই মিষ্টিসহ বিভিন্ন খাদ্যপণ্য সংরক্ষণ,স্বাস্হ্য বিধি না মানা,মিষ্টি প্যাকেটের অতিরিক্ত ওজন বৃদ্ধি, দই মিষ্টিতে ক্ষতিকর অননুমোদিত নন- ফুডগ্রেড ইন্ডাস্ট্রিয়াল রঙ ব্যবহার ইত্যাদি অপরাধে প্রতিষ্ঠানটির মালিক নিতাই চন্দ্র কুন্ডুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় ১০,০০০ টাকা, মেসার্স কুটুমবাড়ি মিষ্টান্ন এর মালিক কালা চাঁদ কুন্ডুকে অস্বাস্থ্যকরভাবে দই,মিষ্টি সংরক্ষণ ও গত দিনের বাসি খাবার বিক্রয়ের অপরাধে ৪৩ ধারায় ৩০০০ টাকা জরিমানা আদায় করা হয়। পরবর্তীতে অপর একটি প্রতিষ্ঠান মেসার্স কুন্ডু মিষ্টান্ন ভান্ডার এর মালিক স্বপন কুমার কুন্ডুকে ৩৭ ও ৪৩ ধারায় ১০,০০০ টাকা জরিমানা করা হয় এবং সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।
অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। কেউ যেন অযৌক্তিকভাবে কোন পণ্যের দাম বৃদ্ধি না করে সে বিষয়ে সতর্ক করা হয় এবং সবাইকে নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে মত প্রকাশ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।