Crime News tv 24
ঢাকাশুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

লংগদু উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান।

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার:-
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

রাঙ্গামাটি সদরস্থ লংগদু উপজেলার মাইনী বাজারে

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)২৫ খ্রিঃ
বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭টি দোকান ও বসতঘর পুড়ে যায়।


আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।শুক্রবার (১২ সেপ্টেম্বর)২৫ খ্রিঃ
সকাল ১০ঃ০০ ঘটিকার সময়
ক্ষতিগ্রস্ত মাইনী বাজার পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তার আশ্বাস প্রধান শেষে বানভাসি ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ, মাইনি বাজার ও লংগদু পল্টনে ২টি সোলার, ২টি ব্যাটারি এবং ৪টি ফ্যান বিতরণ এবং এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রধান করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ।
রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. মামুনুর রশীদ (মামুন)
লংগদু উপজেলা বিএনপির সভাপতিঃ
তোফাজ্জল হোসেন,
জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহ নেওয়াজ,
মাইনী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতিঃ
আবুল কাশেম,
সাধারণ সম্পাদকঃ মো. আলাউদ্দিন সওদাগর সহ জনপ্রতিনিধিগণ।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে কাজল তালুকদার বলেন, ক্ষতিগ্রস্ত যাতে ভালো সহায়তা পায় সেজন্য পার্বত্য উপদেষ্টার সঙ্গে পরামর্শ করে সহায়তা প্রদান করা হবে।
তিনি উপজেলায় রিজার্ভ পানির ট্যাংক নির্মাণসহ জরুরি অগ্নিনির্বাপনে প্রয়োজনীয় আধুনিক সরঞ্জামাদি প্রদানের আশ্বাস প্রদান করেন।


এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনদের খাদ্যশস্য, মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান ও বাজারের জন্য সোলার প্যানেল প্রদান করেন।