জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মির্জাপুর গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী খুলি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ এশা এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ফাজেল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর–পাঁচবিবি) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা সভাপতি মোঃ আবু সুফিয়ান মুক্তার।
এ ছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাজরদুর রহমান সরকার সাজু, ইউনিয়ন সেক্রেটারি মোঃ মাজেদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।