Crime News tv 24
ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক।

Link Copied!

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪১ হাজার ৫০০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়কুট কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্য দেবনাথ (৪৩) ও মনসুর আলী (৩৬) নামে ওই দুইজনকে আটক করে ডিবি পুলিশ।

এসময় তল্লাশিতে আটককৃত সত্য দেবনাথের পরনের প্যান্টের পকেট থেকে দুটি প্লাস্টিকের প্যাকেটে রাখা ২২০ পিস কমলা রঙের ইয়াবা এবং মনসুর আলীর লুঙ্গির কোছা থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া সত্য দেবনাথের হেফাজত থেকে মাদক বিক্রির নগদ ৪১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে সত্য দেবনাথের বিরুদ্ধে একই আইনে আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তিনি আরও বলেন, “পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”