নিজস্ব প্রতিবেদক:-
গণতান্ত্রিক আন্দোলনের বীরসৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সম্মানিত মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা, ২০ আগস্ট ২০২৫: তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দোয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।
আজ বুধবার এক বিবৃতিতে তিনি বলেন,
“দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি শুধু বিএনপির নেতা নন, বরং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর সুস্থতা দেশের গণতন্ত্রপন্থী জনগণের জন্য অত্যন্ত জরুরি।”
ঈসা আরও বলেন,
“আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করছি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আবারও নেতৃত্ব দিতে পারেন। আমি দেশের সর্বস্তরের জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানাচ্ছি, সবাই যেন তাঁর সুস্থতার জন্য দোয়া করেন।”
উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। রাজনৈতিক অঙ্গনের কঠিন পরিস্থিতিতেও তিনি বারবার নির্যাতন, কারাবরণ ও স্বাস্থ্যগত সমস্যার মাঝেও আন্দোলনের ফ্রন্টলাইনে ছিলেন। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় তিনি দলীয় নেতা-কর্মী ও দেশের সাধারণ মানুষের উদ্বেগ-উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছেন।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা আশা প্রকাশ করেন, শিগগিরই তিনি সুস্থ হয়ে আবারও দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারবেন।