Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছার কাঠিপাড়া খাল উম্মুক্তকরণের দাবিতে মানববন্ধন।

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-
আগস্ট ১৯, ২০২৫ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছায় কপোতাক্ষ নদের শাখা কাঠিপাড়া দক্ষিণ চর খাল উম্মুক্ত করার দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগষ্ট) সকালে কাঠিপাড়া বাজারে মেইন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আব্দুস সালাম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি নেতা এম সামাদ। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও খুলনা-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. মো. আব্দুল মজিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুদ্দিন আহমেদ সুমন এবং উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা।

এছাড়া বক্তব্য রাখেন রাড়ুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজির আহমেদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, আ. মজিদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, ইউপি সদস্য ছহিল উদ্দিন, মোঃ মফিজুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন যুবনেতা আসাদুজ্জামান কেরামত, বিএনপি নেতা পীর আলী গাজী, আনছার মোড়ল, ইব্রাহিম গাজী, শুকুর আলী গাজী, আজিজ মোড়ল, হারুনুর রশিদ, আ. রহমান এমএ, আজিজুল গাজী, রেজাউল, রুহুল কুদ্দুস, সালাউদ্দিন সাদ্দাম, জামির গোলদার, কুদ্দুস, মোহাম্মদ, আবুল, খায়রুলসহ স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, কপোতাক্ষ নদের শাখা কাঠিপাড়া খাল উম্মুক্ত না হওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে এবং এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ কারণে চাষাবাদ ব্যাহত সহ জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। অবিলম্বে খাল উম্মুক্ত করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার জোর দাবি জানান তারা।