Crime News tv 24
ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের কাপাসিয়ার পাচুঁয়া ভাইরাল শাপলা বিলে নৌকা ডুবির ঘটনা,একজনের মৃত্যু।

বিশেষ প্রতিনিধি, মোঃ মিন্টু:-
আগস্ট ২, ২০২৫ ২:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

শাপলা বিলে নৌকাডুবি, নিভে গেল দুই তরুণের স্বপ্ন…
শুক্রবার (১ আগস্ট) ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি, গাজীপুরের কাপাসিয়ার পাঁচুয়া বিলের শাপলা ফুলের মন মুগ্ধ করা দৃশ্য ক্যামেরাবন্দী করার স্বপ্ন নিয়ে শ্রীপুর থেকে এসেছিল পাঁচ তরুণ বন্ধু। কিন্তু প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে গিয়ে যে এমন মর্মান্তিক পরিণতি অপেক্ষা করছিল, তা হয়তো কল্পনারও অতীত ছিল তাদের কাছে।
পাঁচুয়া বিলের বুকে ভেসে থাকা শাপলার রক্তিম আভা ক্যামেরাবন্দী করার জন্য একটি নৌকা ভাড়া করে তারা। নৌকার মৃদু দুলুনি আর বন্ধুদের কলরবে মুখরিত হয়ে উঠেছিল বিলের শান্ত পরিবেশ। হঠাৎই ছন্দপতন! কোনো এক রহস্যময় কারণে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায় বিলের গভীর জলে। মুহূর্তেই শাপলার আভা ঢেকে যায় আতঙ্কের ছায়ায়।
স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে উদ্ধার অভিযানে অংশ নেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ঘটনাস্থলেই নিভে যায় বায়েজিদ নামের এক তরুণের জীবনপ্রদীপ। ময়মনসিংহ জেলার ভালুকা থানার জামিরদিয়া গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে বায়েজিদের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে আসে স্বজনদের মধ্যে।
অপরদিকে, গুরুতর আহত অবস্থায় মাহিমকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের নুরে আলমের ছেলে মাহিমকে বাঁচানোর সব চেষ্টা ব্যর্থ করে দেন কর্তব্যরত চিকিৎসক। হাসপাতালে পৌঁছানোর আগেই পৃথিবী ছেড়ে চলে যান তিনি।
পাঁচুয়া বিলের শাপলা ফুলের সৌন্দর্য হয়তো এখনো আগের মতোই আছে, কিন্তু এই বিয়োগান্তক ঘটনা শাপলার বিলের রহস্যময়তা আরও বাড়িয়ে দিয়েছে। আনন্দঘন একটি ভ্রমণ কীভাবে মুহূর্তেই মর্মান্তিক পরিণতির দিকে মোড় নিল, তা হয়তো সময়ই বলে দেবে।