“লাল জুলাই” নাম দিয়ে কাউকে ব্যবসা করতে দেয়া হবে না।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান ও সম্মিলিত মানবাধিকার জোটের মুখপাত্র মো. মঞ্জুর হোসেন ঈসা বলেছেন—
> “লাল জুলাই একটি চেতনার নাম। এটি কোনো ব্যক্তির একক মালিকানাধীন নয়, বরং এটি আমাদের জাতীয় ইতিহাস, আত্মত্যাগ এবং সংগ্রামের প্রতীক। এই নামকে পুঁজি করে কেউ যদি ব্যক্তি বা প্রাতিষ্ঠানিকভাবে বাণিজ্যিক স্বার্থ হাসিলের চেষ্টা করে, তবে তা হবে মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করার সামিল।”
তিনি বলেন—
> “আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই— ‘লাল জুলাই’ নাম ব্যবহার করে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংগঠনকে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না। এটি জনগণের অনুভূতির বিষয়। প্রয়োজনে আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “লাল জুলাই শুধু একটি দিন নয়, এটি রাষ্ট্র ও মানবতার পক্ষে দাঁড়ানো মানুষের আত্মত্যাগের এক ঐতিহাসিক চিহ্ন। একে অপব্যবহার করা মানে ইতিহাসকে বিকৃত করা।”
মো. মঞ্জুর হোসেন ঈসা
স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ কবি সংসদ
সাধারণ সম্পাদক, সুন্দরবন সাহিত্য পরিষদ
সভাপতি, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি
উপদেষ্টা, লাল জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদ