Crime News tv 24
ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বিজ্ঞানী পিসি রায়ের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-
জুলাই ২৮, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র (পি.সি.) রায়ের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়।

এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, খুলনা প্রত্নতত্ত্ব বিভাগের উপ-সহকারী পরিচালক মুহিদুল ইসলাম, রাড়ুলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবুল হাসেম মোড়ল, মোঃ খোরশেদুজ্জামান, পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজ, যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকি, তুষার কান্তি মন্ডল, বিএনপি নেতা আবুল হোসেন, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, ইউপি সদস্য স.ম ছহিলউদ্দীন, মোঃ ইলিয়াস মোড়লসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় আগামী ২ আগস্ট খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ এবং অনুষ্ঠান সফল করতে বিভিন্ন উপ-কমিটি গঠন ও দায়িত্ব বণ্টনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্টদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনাও প্রদান করা হয়।

উল্লেখ্য, বিজ্ঞানী পি.সি. রায় একজন পথিকৃৎ রসায়নবিদ, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক হিসেবে বিশ্বব্যাপী সুপরিচিত। তাঁর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে এবার ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।