Crime News tv 24
ঢাকারবিবার , ২৭ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর গাংনীতে স্কুল ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযােগে খালেকে গণধােলাই।

Link Copied!

মেহেরপুর গাংনীতে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে আব্দুল খালেক (৪৫) নামের এক ভ্যানচালককে গণধোলাই শেষে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।


রবিবার ২৭ জুলাই-২০২৫ সকালে গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে,অভিযুক্ত আব্দুল খালেক গাংনী পৌর এলাকার বাঁশবাড়ীয়া গ্রামের চ্যাতন মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান,সন্ধানী স্কুলের দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী গত ২১ জুলাই স্কুলে যাচ্ছিল,এসময় ভ্যানচালক আব্দুল খালেক তাকে কুপ্রস্তাব দেয়।
পরে রবিবার সকালের দিকে সন্ধানী স্কুল এন্ড কলেজের সামনে ওই ছাত্রী ভ্যানচালক আব্দুল খালেক দেখে এবং বিষয়টি তার পরিবারের সদস্যকে জানায়, এসময় বিষয়টি স্থানীয়দের অবগত করলে, অভিযুক্ত আব্দুল খালেককে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়, গণধােলাইয়ে সে আহত হয়,এসময় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে গাংনী থানা হেফাজতে নেওয়া হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, অভিযুক্ত আব্দুল খালেককে থানা হেফাজতে নেওয়া হয়েছে, তদন্ত সাপেক্ষে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।