Crime News tv 24
ঢাকারবিবার , ২৭ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমানের উদ্যোগে রাজারগাঁও থেকে মেনাপুর রাস্তা সংস্কার ,,,

Link Copied!

আজ ১৭ই জুলাই ২০২৫ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও উত্তর ইউনিয়নের রাজারগাঁও থেকে মেনাপুর যাওয়ার রাস্তাটি দীর্ঘদিনের ভোগান্তি ও দুর্ভোগ লাঘবের লক্ষ্যে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন ১নং রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান।

সম্প্রতি রাস্তার বিভিন্ন ভাঙা ও চলাচলের অযোগ্য অংশগুলো মেরামত করে চলাচলের উপযোগী করে তোলেন চেয়ারম্যান মফিজুর রহমান নিজে উপস্থিত থেকে পুরো কার্যক্রমটি প্রতিটি ধাপ মনিটর করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “বছরের পর বছর আমরা এই রাস্তা দিয়ে চলাচলের সময় ভোগান্তির শিকার হয়েছি। মেরামতের পর এখন অনেকটাই স্বস্তি পাচ্ছি। সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে এলাকাবাসীর সমস্যা অনেকটাই কমে যাবে।”

এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, “জনকল্যাণই আমাদের প্রধান লক্ষ্য। মানুষের কষ্ট লাঘব করতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে যা কিছু করা সম্ভব, করার চেষ্টা অব্যাহত থাকবে।”

এই ধরনের উদ্যোগের মাধ্যমে এলাকার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্প্রীতি বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।

স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতে এমন জনমুখী কাজ আরও বেশি দেখা যাবে, যাতে করে রাজারগাঁও সহ হাজীগঞ্জ উপজেলার উন্নয়ন ত্বরান্বিত হয় এবং জনগণের জীবনযাত্রা সহজ হয়।