Crime News tv 24
ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

জীবননগরে ছেলের হাতে বাবার গলা কাটা লাশ।

স্টাফ রিপোর্টাার আকিমুল ইসলাম:-
জুলাই ২৬, ২০২৫ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা জেলার জীবননগরে মনিরুল ইসলাম (৫০) নামে এক দিনমজুরকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার দুপুরে জীবননগর উপজেলার মাধবপুর গ্রামে এ হত্যা কাণ্ডের ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম একই উপজেলার বালিহুদা গ্রামের মৃত দিদার উদ্দিন মন্ডলের ছেলে। এলাকাবাসী ধারণা করছেন মনিরুল ইসলামের ছেলে রাজু (২৫) পারিবারিক কলহের কারণে তার পিতাকে জবাই করে হত্যা করেছে। এ ঘটনার পর নিহতের স্ত্রী পাপিয়া খাতুন ও ছেলে রাজু পলাতক রয়েছেন।
খবর পেয়ে জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন হোসেন বিশ্বাস ঘটনাস্থলে গিয়েছেন।
এলাকাবাসী জানায়, মনিরুল ইসলাম এক মাস আগে বালিহুদা গ্রাম থেকে উঠে এসে পার্শবর্তী মাধবপুর গ্রামে জমি কেনে এবং সেখানে স্ত্রী পাপিয়া খাতুনকে নিয়ে বসবাস করছিলেন। শনিবার দুপুরের কোনো এক সময় কে বা কাহারা মনিরুল ইসলামকে জবাই করে হত্যা করেছে। এ সময় তার স্ত্রী পাপিয়া খাতুন বাড়িতে ছিলেন না। পরে বেলা ২ টার দিকে প্রতিবেশীরা মনিরুল ইসলামের গলাকাটা মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে জীবননগর থানা পুলিশে খবর দেয়।


এদিকে এ ঘটনার পর মনিরুল ইসলামের ছেলে রাজু (২৫) প্রতিবেশী আকিদুল ইসলামের কাছে মোবাইল ফোনে খবর নেয় তারা পিতা মারা গেছে কিন? এ কারণে এলাকাবাসী ধারণা করছেন হত্যাকাণ্ডের সাথে ছেলে রাজু জড়িত থাকতে পারে।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।