Crime News tv 24
ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের কাশিয়ানীতে সহিংসতার ঘটনায় ৮৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৫০ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা।

Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচী বাঁধাগ্রস্থ করতে গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছ কেটে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর ফেলে প্রতিবন্ধকতা ও যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮৭ নেতাকর্মীর বিরুদ্ধে

সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এতে আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় কাশিয়ানী থানার এসআই নাসির উদ্দীন  বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচী বাঁধাগ্রস্থ করতে উপজেলার মাজড়া এলাকায় মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে ধারালো দা, করাত, লাঠিসোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টি করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালিয়ে যায়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন মামলার  বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি বলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী অভিযান   অব্যাহত থাকবে।