Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

৭১ মিডিয়া আইকন অ্যাওয়ার্ড ২০২৫: আজীবন সম্মাননায় কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান।

admin
জুলাই ২৪, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

 

নিজস্ব প্রতিবেদক:- 

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান ‘৭১ মিডিয়া আইকন অ্যাওয়ার্ড ২০২৫’-এ আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন।

‘৭১ মিডিয়া ভিশন’-এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হবে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ২৫ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬টায়, রাজধানীর মালিবাগে স্কাই সিটি ফোর-স্টার হোটেলের ব্যাঙ্কোয়েট হলে।

অতিথি ও আয়োজকবৃন্দ:

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মো. জয়নুল আবেদিন।
সভাপতিত্ব করবেন ৭১ মিডিয়া ভিশনের প্রধান উপদেষ্টা ও সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মোর্শেদ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হামিদা খাতুন

এনটিভির পরিচালক ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রধান ফটোগ্রাফার নুর উদ্দিন আহমেদ

মিডিয়া ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা

বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌস আরা, মনির খান, রবি চৌধুরী

জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার

জাসাস সহ-সভাপতি লিয়াকত আলী

ইভেন্ট সিটির সিইও হাসান ইকরাম আহম্মেদ

শ্রদ্ধা ও স্মরণ:

অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ছাত্র-শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হবে।
আয়োজক কমিটির নির্বাহী চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, “ঘটনায় নিহতদের স্মরণে পুরো আয়োজনেই বিশেষ শ্রদ্ধা জানানো হবে।”

সম্মাননা ও মনোনয়নপ্রাপ্ত ব্যক্তিত্ব:

এই বছর ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা, চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, সংগীত, নৃত্য, সাংবাদিকতা, চিকিৎসা, শিক্ষা ও সমাজসেবাসহ ২০টি ক্যাটাগরিতে গুণীজনদের সম্মাননা প্রদান করা হবে।

এ বছর মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন:

চলচ্চিত্র পরিচালক: শিহাব শাহিন

চিত্রনায়ক-নায়িকা: পূজা চেরী, আদর আজাদ

অভিনেতা/অভিনেত্রী: মন্দিরা চক্রবর্তী, ফারহান আহমেদ জোভান, যাহের আলভী, মুকিত জাকারিয়া, তানজিম সাইয়ারা তটিনি, মারিয়া মিম, সুনেরাহ বিনতে কামাল

নৃত্য পরিচালক: ইভান শাহরিয়ার সোহাগ

সংগীতশিল্পী: তানজিব সরোয়ার

উদ্যোক্তা ও ব্যবসায়ী: রুবাইয়াত ফাতিমা তনি

ব্র্যান্ড প্রোমোটার: তাসনুভা হৃদি

মডেল: তানজিলা আক্তার, ইলিয়াস বি.কে।

সাংস্কৃতিক আয়োজন:

অনুষ্ঠান শেষে থাকবে একটি জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে দেশের শীর্ষস্থানীয় সংগীত ও নৃত্যশিল্পীরা পারফর্ম করবেন।

৭১ মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক আর কে রিপন জানান, “অনুষ্ঠানটির সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।”