Crime News tv 24
ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সান্তাহারে সাংবাদিকদের সঙ্গে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লায়ন ফরিদের মতবিনিময়।

Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার আদমদীঘির সান্তাহার শহর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহবায়ক লায়ন ফরিদ আহমেদ। সভায় সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। শনিবার (১২ জুলাই) উপজেলা সান্তাহার শহর প্রেসক্লাব কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সান্তাহার পৌর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান রিকু, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জিম হোসেন বডি, পৌর জিয়া পরিষদের সভাপতি রোকন উদ্দিন ফিরোজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ঠান্ডু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সনি, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলিফ রবিন, সহ: সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন ইয়াশ, নসরতপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন কোকো পরিষদের সাধারণ সম্পাদক রাসিব হাসান, গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সহ সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফিরোজ হোসেন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, দপ্তর সম্পাদক এরশাদ আলী, সদস্য হুমায়ুন আহমেদ ও সামিদুল ইসলাম প্রমূখ।