Crime News tv 24
ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

রূপসায় হত্যা মামলায় আরেক যুবক গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি।

Link Copied!

খুলনার রূপসায় ভ্যানচালক রবিউল ইসলাম হত্যার সাথে জড়িত থাকার ঘটনায় ইসমাইল হোসেন (২৫) নামে আরেক যুবককে গ্রেফতার করেছে জেলা ডিবি ও থানা পুলিশ ।

গ্রেফতারকৃত যুবক খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল কবীর এর আদালতে রবিউলের ভ্যান বিক্রয়ের সাথে জড়িত বলে স্বীকার করে জবানবন্দি প্রদান করেছেন।

সোমবার (৮জুলাই) দিবাগত রাতে খুলনার বড়বাজার এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মুক্ত রায় চৌধুরী পিপিএম ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. নাজমুল হুদা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত যুবক খুলনা সদর থানার ২১ নং ওয়ার্ডের ৪ নং ঘাট এলাকার মো. জয়নাল খার ছেলে। সে বড় বাজারে লেবারের কাজ করত।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. নাজমুল হুদা জানান ,রূপসা উপজেলার ১নং আইচগাতি ইউনিয়নের দেয়াড়া এলাকায় ভ্যানচালক রবিউল হত্যার সাথে জড়িত থাকার ঘটনায় আইচগাতির দেয়াড়া এলাকার কামরুল তালুকদার ছেলে রিয়াজ তালুকদার (২১) ও একই এলাকার মৃত আতাহার হাওলাদার এর ছেলে বিল্লাল হাওলাদার ( ২৩) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইসমাইল স্বীকার করেন যে, বিল্লাল ও রিয়াজ খুলনায় ভ্যান নিয়ে এসে তাকে ফোন করে একটি চোরাইকৃত ভ্যান বিক্রয় করে দেওয়ার কথা বলে।

তাদের কথামতো ইসমাইল ভ্যান বিক্রয়ের জন্য কয়েক জন লোককে ডেকে আনার পর তারা বিল্লাল ও রিয়াজকে মারপিট করে তাড়িয়ে দিয়ে ভ্যানটি বিক্রয় করে ইসমাইলকে ২ হাজার টাকা দেয়। জবান বন্দী শেষে আদালত ইসমাইলকে জেল হাজতে প্রেরণ করেছেন।

উল্লেখ্য– গত ৪ জুন/২৫ তারিখে রবিউল ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় পরের দিন ৫ জুন রবিউলের ভগ্নিপতি আল আমিন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

গত ৮ জুন দুপুরে উপজেলার শ্রীফলতলা গ্রামের ইদ্রিস আলীর কলা বাগানে ভ্যানচালক রবিউলের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।তার পরিবার অজ্ঞাতনামাদের আসামী করে থানায় মামলা দায়ের করার পর পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একমাস পর হত্যার সাথে জড়িত থাকায় ২ যুবককে গ্রেফতার করে।

এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ভ্যান চালক রবিউল হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী ভ্যান বিক্রয়ের সাথে জড়িত থাকায় ইসমাইল নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে।

রবিউলের ফোন উদ্ধার করা হয়েছে এবং ভ্যান উদ্ধারের চেষ্টা চলছে ।