Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ৮ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ি জেলা পরিষদে চেয়ারম্যানকে সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ।

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার:-
জুলাই ৮, ২০২৫ ১২:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে জেলা পরিষদের সকল প্রকার কার্যক্রম থেকে নির্দেশক্রমে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগম’র স্বাক্ষরিত (স্মারক নং- ২৯.০০০০.০০.২১৪.১৮.০০২২.২৪ (খন্ড)-৪৪) প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

পরিপত্রে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে জেলা পরিষদের ১৪ জন সদস্য কর্তৃক সদস্যদের অবমূল্যায়ন, খারাপ আচরণ, হস্তান্তরিত বিভাগের প্রধান ও কর্মচারীদের সাথে অসদাচরণ, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতিসহ শিক্ষকবদলি বাণিজ্য, ঠিকাদার বিলের ফাইল আটকিয়ে রেখে ঘুষ বাণিজ্য এবং চরম দুর্নীতির অভিযোগ দাখিল করা হয়।
অভিযোগটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। বর্ণিতাবস্তায়, অভিযোগের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে পরিষদের সকল প্রকার কার্যক্রম হতে বিরত থাকার নিদের্শক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, ২০২৪ সালের ৭ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে (স্মারক নং- ২৯.০০.০০০০.০০০.২১৪.১৮.০০২২.২৪-১২০) মাধ্যমে তিনি ১০ম অন্তর্বর্তীকালীন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। ১৯৮৯ সালের পর খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ গঠনের পর থেকে প্রথমবারের মতো কোনো নারী চেয়ারম্যান হিসেবে এই পদে অধিষ্ঠিত হন।